JUN
15

ন্যাশনাল জার্নালিং ফেস্টিভ্যাল ২০২৫

15 June - 30 June Hydrid

"ন্যাশনাল জার্নালিং ফেস্টিভ্যাল ২০২৫" হলো বাংলাদেশের সর্বপ্রথম জার্নালিং উৎসব, যা মানসিক স্বাস্থ্য এবং সৃজনশীলতাকে এক সুতোয় বাঁধতে চায়। আমাদের লক্ষ্য হলো, ডায়েরি বা জার্নাল লেখার মাধ্যমে আত্ম-যত্নের গুরুত্ব তুলে ধরা এবং একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে একে অপরকে উৎসাহিত করা।

Register Now