ফেস্টিভ্যাল সম্পর্কে

"ন্যাশনাল জার্নালিং ফেস্টিভ্যাল ২০২৫" হলো বাংলাদেশের সর্বপ্রথম জার্নালিং উৎসব, যা মানসিক স্বাস্থ্য এবং সৃজনশীলতাকে এক সুতোয় বাঁধতে চায়। আমাদের লক্ষ্য হলো, ডায়েরি বা জার্নাল লেখার মাধ্যমে আত্ম-যত্নের গুরুত্ব তুলে ধরা এবং একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে একে অপরকে উৎসাহিত করা।

কেন এই উৎসবে যোগ দেবেন?

মানসিক স্বাস্থ্যের উন্নতি

বিশেষজ্ঞদের কাছ থেকে জানুন কীভাবে জার্নালিং আপনার মানসিক চাপ, উদ্বেগ কমাতে এবং আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে।

সৃজনশীলতার বিকাশ

আর্ট জার্নালিং, ক্রিয়েটিভ রাইটিং এবং মাইন্ডফুলনেস কর্মশালার মাধ্যমে আপনার ভেতরের সৃজনশীলতাকে নতুনভাবে আবিষ্কার করুন।

কমিউনিটির সাথে সংযোগ

সমমনা মানুষদের সাথে পরিচিত হোন, নিজেদের অভিজ্ঞতা বিনিময় করুন এবং একটি সাপোর্টিভ নেটওয়ার্কের অংশ হয়ে উঠুন।

অনুষ্ঠানের সময়সূচী

১৫ জুন ২০২৫

উদ্বোধনী

১৯ জুন

রেজিস্টেশন শুরু

২৭ জুন - ৩ জুলাই ২০২৫

সেরা সাবমিশন শো ডাউন

২৯ জুন

রেজিস্ট্রেশন শেষ তারিখ ও অফলাইনে অনুষ্ঠান (হলে)ঘোষণা

৫ জুলাই

ফলাফল ঘোষণা বা অনুষ্ঠান

৭ জূলাই

বিজয়ীদের সম্বর্ধনা

কিভাবে অংশগ্রহণ করবেন?

০১

ফর্ম এর লিংক এ যান

আমাদের ফেইবুক পেইজ, ইভেন্ট পেইজ কিংবা ওয়েবসাইট থেকে ফর্মের লিংক এ যান

০২

আপনাদের সঠিন তথ্য দিন

আপনার ঠিকানা, মোবাইল, ইমেইল সঠিন ভাবে পুরন করুন

০৩

আপনার সাবমিশন আপলোড করুন

একটি পরিষ্কার ছবি তুলুন, স্ক্যান বা মোবাইলে ভালো আলোতে স্পষ্টভাবে ছবিটি তুলুন,একাধিক পৃষ্ঠা থাকলে, একসাথে কোলাজ বা পিডিএফ করে দিন/p>

০৪

পেমেন্ট সম্পন্ন করুন ও ফর্ম সম্পন্ন করুন

আপনার ফি ৫০ টাকা বিকাশ কিংবা নগদের মাধ্যমে সেন্ড মানি করুন (রেফারেন্সে আপনার নাম দিন) তারপর নাম্বার ও ট্রানজেকশন আইডি ফর্মে দিন , আপনার পেমেন্ট টি সঠিক হলে ৩৬ ঘন্টার মধ্যে আপনি মেইল ও এসএমএস পাবেন

আমাদের পার্টনার ও পৃষ্ঠপোষক

যাদের সহযোগিতায় আমাদের এই আয়োজন সফল হতে চলেছে।

Partner Logo 1 Partner Logo 2 Partner Logo 3

আপনার আসন নিশ্চিত করুন!

এই অবিস্মরণীয় অভিজ্ঞতার অংশ হতে এখনই রেজিস্ট্রেশন করুন। আসন সংখ্যা সীমিত।